Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision and Mission

অধিদপ্তরের ভিশনঃ

  1. অনুৎপাদনশীল যুবসমাজকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উৎপাদনমুখি শক্তিতে রূপামত্মর করা।
  2. দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থানে নিয়োজিত করা   
  3. জাতীয় উন্নয়ন কর্মকান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করা।     

 

অধিদপ্তরের মিশনঃ

যুব উন্নয়ন অধিদপ্তরের ভিশনকে সফল করার নিমিত্ত নিম্নরূপভাবে মিশন নির্ধারণ করা হয়েছেঃ

  1. দেশের ৬৪টি জেলা ও ৪৯৬টি উপজেলা কার্যালয় এবং ১০১টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বেকার যুবদের প্রশিক্ষণ প্রদান করা।   
  2. দেশের সকল জেলা ও উপজেলায় ইন্টারনেট সংযোগের মাধ্যমে যুব কার্যক্রমকে জোরদার করা।
  3. যুবদের ক্ষমতায়নের নিমিত্ত উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানে নিয়োজিত করা সহ তাদেরকে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিটি স্তরে সম্পৃক্ত করা।   
  4. বেসরকারি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মাধ্যমে গোষ্ঠি উন্নয়নে সহায়তা করার জন্য যুবদের বিভিন্ন গ্রুপে সংগঠিত করা। 
  5. স্থায়ী পর্যায়ে যুব সংগঠনের সংখ্যা বৃদ্ধি করা এবং অংশগ্রহণমূলক উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা।  
  6. যুবদের গণশিক্ষা কার্যক্রম, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, পরিবেশ উন্নয়ন, সম্পদ সংরক্ষণ ইত্যাদি আর্থ-সামাজিক কার্যকলাপে সম্পৃক্তকরণ এবং সমাজ বিরোধী কার্যকলাপ রহিত করণ, মাদক দ্রব্যের অপ ব্যবহার রোধ, এইচ. আই. ভি. (এইচ) এবং এস. টি. ডি. বিষয়ে সচেতনাতা বৃদ্ধি করা।
  7. যুবদের সিদ্ধান্ত গ্রহণ মূলক প্রতিক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দান।